বেইজিং, ২৬ মার্চ- নভেল করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেয়ে আবার সংক্রমিত হচ্ছেন চীনের ১৪ শতাংশ মানুষ।
উহানের টঙ্গি হাসপাতালের ডিরেক্টর ওয়াং ওয়েই বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রতি ১৪৭ জন সুস্থ হওয়া রোগীর মধ্যে পাঁচ জন দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। এই রোগীদের কয়েক সপ্তাহ আগে ‘সম্পূর্ণ করোনামুক্ত’ ঘোষণা করা হয়।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ভাইরাসটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৩ হাজার ২৯১ জন চীনা নাগরিকের প্রাণ গেছে। উৎপত্তিস্থল উহানে নতুন করে সংক্রমণের খবর আর পাওয়া যাচ্ছে না। তাই সেখানে অচলাবস্থা কেটে যাচ্ছে।
কিন্তু চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা বলছে, ‘নীরব বাহকদের’ কারণে চীনে আরেকবার ‘করোনা-ঝড়’ আসতে পারে।
কিছু মানুষের শরীরে এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি। কিন্তু তারা ভাইরাস বয়ে বেড়াচ্ছেন। তাদেরই বলা হচ্ছে ‘নীরব বাহক’।