বুধবার, এপ্রিল ২, ২০২৫

জ্যেষ্ঠ সাংবাদিক রওশনউজ্জামান মারা গেছেন -Deshebideshe

Must read

[ad_1]

ঢাকা, ৯ এপ্রিল- সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)- এর সাবেক নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক রওশনউজ্জামান (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

বুধবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

ফুসফুসে সংক্রমণসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন দুই বছর আগে ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে সাংবাদিকতা থেকে অবসরে যাওয়া এই সাংবাদিক।

রওশনউজ্জামানের ছোট বোন রোজি আক্তার সাংবাদিকদের জানান, গত ৪ ফেব্রুয়ারি অসুস্থতা অনুভব করলে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

‘‘সেখানে ডাক্তাররা জানান, তার ফুসফুসের সংক্রমণ এতোটাই বেশি যে, তা অনেকটাই অকেজো হয়ে পড়েছে৷ ফুসফুসের মাত্র ১০ থেকে ২০ শতাংশ কাজ করছে।’’- বলেন রোজি।

তারপর থেকে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন ছিলেন রওশনউজ্জামান৷ মৃত্যকালে স্ত্রী, তিন মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন তিনি৷

সাংবাদিকতায় সুদীর্ঘ কর্মজীবনে রওশনউজ্জামান ইউএনবি, নিউ এইজ ছাড়াও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাসস, এএফপিসহ অনেক প্রতিষ্ঠানে কাজ করেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র: চ্যানেল আই 

আর/০৮:১৪/৯ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article