টাঙ্গাইল, ০২ এপ্রিল- টাঙ্গাইলের মধুপুরের হবিবুর রহমান হবি করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষাসাপেক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন।
তিনি জানান, নিহতের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হলে সেখানে পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে।
এ দিকে তার দেহে করোনাভাইরাস আছে সন্দেহে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছিল। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লকডাউন তুলে নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, লকডাউন তুলে নিলেও সরকারি নির্দেশনায় প্রশাসনের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা বলবত থাকবে।
উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারার টেক্কার বাজার গ্রামের হাসান আলীর ছেলে হবিবুর রহমান হবি ঢাকা থেকে বাড়িতে ফিরে জ্বরসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে রক্ত বমি করে তিনি মারা যান। তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
সূত্র : যুগান্তর