বুধবার, এপ্রিল ২, ২০২৫

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক -Deshebideshe

Must read

[ad_1]

ঢাকা, ১৩ এপ্রিল- করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক। এর মধ্যে ১৭ জন শিশু আছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান জানান, ‘কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধা ৬টা ১০ মিনিটে আমেরিকার ৩২৮ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।’

এর আগে আরো দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বেশকিছু মার্কিন নাগরিক ও কুটনীতিক। গত ১০ এপ্রিল জার্মানির কনডর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ইউরোপের ১২৩ জন নাগরিক ঢাকা ছেড়ে গেছেন। এ ছাড়া বাংলাদেশ ছাড়তে আগ্রহী অস্ট্রেলিয়ান ও কোরিয়ানদের জন্যও একটি বিশেষ ফ্লাইটের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে সম্প্রতি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে গেছেন ১৭৮ জন রাশিয়ার নাগরিক। এ ছাড়া তার আগে ৩২২ জন মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে ছেড়ে যায়। ২ এপ্রিল জাপানের ৩২৭ জন, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন, ২৬ মার্চ ভুটানের ১৩৯ জন নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন। ৩০ মার্চ ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন। 

সূত্র : কালের কণ্ঠ
এম এন  / ১৩ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article