ইসলামাবাদ, ২৫ মার্চ- বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের থাবায় দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে পাকিস্তান। এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল। তবে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০২২ জন। আর মারা গেছে ৮ জন।
পাকিস্তানে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে যায় সৌদি আরব থেকে ওমরাহ করে আসা এক মধ্যবয়সীর ব্যক্তির শরীর থেকে। সাদাত খান (৫০) নামের ওই ব্যক্তি ওমরাহ শেষে গত ৯ মার্চ পাকিস্তানে ফিরে আসেন। ফিরেই গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তার ওমরাহ করা উপলক্ষে একটি ভোজ সভারও আয়োজন করেন।
ওমরাহ থেকে ফেরার ১০ দিন পর তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ মারদান শহরে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য নির্মিত একটি আইসোলেশন কেন্দ্রে সাদাত খানের মৃত্যু হয়। সাদাত খান পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি।
সাদাত খানের মৃত্যুর পর তার গ্রামের সব মানুষকে (প্রায় ৭ হাজার গ্রামবাসী) কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো গ্রামটিকেই কোয়ারেন্টিন জোন বলে ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
[ad_2]