ঢাকা, ১৭ মার্চ – রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন মো. মিজান ভূঁইয়া (২৮) ও মো. সজীব (২০)।
মঙ্গলবার (১৭ মার্চ) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার বিকেলে কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটির বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাদের নামে রাজধানীর পল্টন মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী। তারা অন্যান্য পলাতক সহযোগীদের সহায়তায় দেশের বিভন্ন এলাকা থেকে অল্প দামে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করতেন।