বুধবার, এপ্রিল ২, ২০২৫

দেশে করোনা রোগী আসলে ৩৫ হাজার কি না, প্রশ্ন আসিফ নজরুলের

Must read

ঢাকা, ১ এপ্রিল- দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩৫ হাজার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই আশঙ্কার কথা জানান তিনি।

পাঠকদের জন্য সেই স্ট্যাটাস তুলে ধরা হলো-

‘দেশে করোনা রোগী আসলে ৩৫ হাজার?

আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনার দেওয়া তথ্যানুযায়ী ৩০ মার্চ পর্যন্ত ৯ লাখ ৫৫ হাজার ৪২৫ জন তাদের ফোন করেছেন। এর মধ্যে আইইডিসিআর নমুনা সংগ্রহ করেছে মাত্র ১,৩৩৮ জনের, তার মানে মাত্র ০.১৪ শতাংশের। এ ১৩৩৮ জনের মধ্যে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ৪৯ জন।

১৩৩৮ জনের মধ্যে করোনা রোগী ৪৯ জন। ঐকিক নিয়মে ফোনকারী সকলের (৯ লাখ ৫৫ হাজার ৪২৫ জন) টেস্ট করা হলে আক্রান্ত পাওয়া যেত ৩৪ হাজার ৯ শত ৯০ জন। এ হিসেবে দেশে করোনা আক্রান্ত আছেন প্রায় ৩৫ হাজার মানুষ।

প্রশ্ন আসবে আইইডিসিআর তো লক্ষণ শুনে বাকিদের টেস্ট করেনি, তাহলে তাদের মধ্যেও এত করোনা রোগী পাওয়া যাবে কেন? উত্তর হচ্ছে তারা যাদের টেস্ট করেনি, বা করতে চায়নি, তাদের মধ্যে করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া লোকের সংবাদ আমরা পাচ্ছি প্রায় প্রতিদিন। করোনায় যাদের মৃত্যুসংবাদ আমরা পাই তাদের মধ্যে বরং টেস্ট করা হযনি এমন মানুষের সংখ্যা আরও বেশি। সে বিবেচনায় স্বেচ্ছাচারভাবে যাদের টেস্ট করা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে করোনা রোগীর হার কোনোভাবে কম থাকার কথা না।

আরেকটা কথা। বাংলাদেশে সবার কি তাদেরকে ফোন করার মতো সুযোগ, সচেতনতা বা সাহস আছে? সবাই কি ফোন করে লাইনে ঢুকতে পেরেছে? এদের সংখ্যা যদি যারা ফোন করেছে ও কানেক্ট করতে পেরেছে তাদের সমানও হয় তাহলে করেনো রোগীর সংখ্যা হবে আরও দুগুণ মানে ৭০ হাজার।

আপাতত যদি ৩৫ হাজারই ধারণা করি, তাহলেও তা ভয়ংকর শোনায় না? প্রশ্ন হচ্ছে আর কত মানুষকে সংক্রমন করে যাচ্ছে এরা না জেনে কিছু?

এর দায় আসলে কার?

(আমার আশঙ্কার ভিত্তি নিয়ে কোনো সন্দেহ থাকলে প্লিজ আমাকে বলেন। যৌক্তিক হলে শুদ্ধ করে নিবো)’

আর/০৮:১৪/১ এপ্রিল

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article