নারীরা পুরুষের পাশাপাশি অংশ না নিলে কোনো সংগ্রামই সফল হতে পারে না। নারীরাই সমাজের প্রকৃত স্থপতি। এই শ্লোগানকে সামনে রেখে নানা রকম আনুষ্টানিকের মধ্য দিয়ে নগরীতে উদ্ভোধন হয় নতুনত্ব বুটিকস এন্ড টেইলারিং শপ এবং নির্ভীক নারী সংগঠনের অফিস ও ট্রেনিং সেন্টারের ।
৯ই সেপ্টম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশী থানাস্থ নাসিরাবাদ,ওমেন কলেজ মোড়,জাকির হোসেন রোড,সিটি মল কমপ্লেক্স ২য় তালায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালমা রহমান।
নতুনত্ব বুটিকস এর স্বত্তাধিকারী এবং নির্ভীক নারী সংগঠনের প্রতিষ্ঠাতা আজিজা রুপা সভাপতিত্বে ফিতা কেটে শোরুম এবং ট্রেনিং সেন্টারের উদ্ভোধন করেন আজিজারুপা মা সালেহা বেগম, বাবা ওয়াজিউল্ল্যাহ্ এবং প্রফেসর সালমা রহমান।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ভুট্টো, রিয়াজ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুব সংগঠক আফগানী বাবু, ফসিউল সুমন, সাইফুল্লাহ, মিরন মাস্টার ও এস এস সি ব্যাচ ৯০ এর সদস্য বৃন্ধ।
এরকম একটি অভিজাত এলাকায় এই বুটিকস হাউজের শুভ কামনা জানিয়েছেন অনুষ্টানের আগত অতিথিরা ।