বুধবার, এপ্রিল ২, ২০২৫

নির্বাচনী দায়িত্ব পালনে এজেন্টদের পূর্ণনিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ ইসির

Must read

[ad_1]

https://paathok.news/
.

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীর এজেন্টদের নির্বাচনী দায়িত্ব পালনে পূর্ণনিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা মতবিনিময় সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্য এই নির্দেশ দেন তিনি।
নুরুল হুদা বলেন, চট্টগ্রামে সকলের অংশগ্রহণমূলক চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতামূলক আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনে সহিংসতা বা নাশকতার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করতে করা হবে। কোনো প্রভাব বা প্রলোভনে প্রলুব্ধ না হয়ে স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেক নির্বাচনে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠে। কেন্দ্রতে প্রবেশ করতে না দেওয়াসহ নানা ধরণের হয়রানির কথা আসে বারবার। এবার চসিক নির্বাচনে এজেন্টদের দায়িত্ব কেন্দ্র দায়িত্বরত পুলিশকে নিতে হবে।

কেন্দ্রে প্রার্থীদেরযোগ্য এজেন্ট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। নির্বাচনে ভোট দিয়ে বেশিরভাগ ভোটারই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইভিএমে কোনও বিচ্যুতি, কোনও ত্রুটি নেই। দ্রুত সময়ে বেসরকারি ফলাফল দেওয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে সিএমপি কমিশনার মাহবুর রহমান, ডিআইজি ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ সিনিয়র সেনা, নৌ, বিমানবাহিনীরসহ জেলার সিনিয়র কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article