নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য বৃদ্ধি রোধে সুভল মুল্যে দ্রব্য বিক্রয়ের লক্ষ্যে এবং গ্রাহকদের সেবার মান ধরে রাখার প্রতিশ্রুতি নিয়ে নগরীর পাঁচলাইশ হিলভিউ হাউজিং সোসাইটিতে এই প্রথম বিশাল পরিসরে এম কে(MK)স্টোরের যাত্র শুরু হয়েছে। স্টোরে চাল, ডাল, তেল ,মাছ, মাংস, শাখসবজি সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য, কসমেটিকস ক্রোকারিজ, বাচ্চাদের খেলনা, ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে।
০২রা ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এ-ব্লক হিলভিউ হাউজিং সোসাইটি রোড নং ০২ এ উপস্থিত থেকে কেক ও ফিতা কেঁটে এম কে (MK)স্টোরের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ০৭ নং পশ্চিম ষোলশহর কাউন্সিলর মোঃ মোবারক আলী।
প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ মোস্তাফা কামাল পাশা ও মোঃ কুতুব উদ্দিন চৌধুরী জানান এখন থেকে এই দোকানে এলাকার মানুষের জন্য স্বাভাবিক ও সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা হবে এবং উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় পাওয়া যাবে। এছাড়া সঠিক দামে গুণগত মানসম্পন্ন পণ্যসামগ্রী তো রয়েছেই।
মোঃ মনজুরুল হক ও সুলতান মোঃ নূরউদ্দীন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মৌলানা মোঃ আমিনুল ইসলাম, গোলাম কাদের কুতুবী , জাবেদ বিন কাশেম,আফিফ হোসেন,শাহাদাৎ হোসেন,কাজী আব্দুল মাজেদ,মহিনদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি গণ।