আসন্ন ঈদকে সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর
এর সার্বিক তত্বাবধানে দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২৭ই এপ্রিল বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে পূরবী মোড় এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্বা আলহাজ্ব এম রেজাউল করিম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম বার এসোসিয়েশন এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীন, কোতোয়ালী থানা আওয়ামীলীগ সহ সভাপতি মশিউর রহমান রোকন,পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগ আহ্বায়ক আবু মোঃ আফসার উদ্দীন চৌধুরী ,পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুল , ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য দীপক ভট্টাচার্য নুর ও মোহাম্মদ ছিলেন ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।