স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে দিবা রাত্রি টি-১০ (T-10) ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ আয়োজন করা হয়।
পি এইচ আমীন একাডেমী প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী (১৭-২৬ মার্চ ২০২২) দিবা রাত্রি টি-১০(T-10) ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্ট এ প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের মোট ১৬টি দল অংশ গ্রহন করে ।
১৭ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দঃ কাট্টলী ১১নং ওয়ার্ড এর পি এইচ আমীন একাডেমী উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে, টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পি এইচ আমীন একাডেমী এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল আমীন।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেয়াজ, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর সহ সভাপতি এস এম জাহিদ চৌধুরী, ওয়াহিদুল আমিন।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর ক্রীড়া সম্পাদক মোঃ শফিউল্লাহ ও সহ দপ্তর সম্পাদক মোঃ মাসুদ এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আফতাব মুনির,এরশাদুল্লাহ,প্রধান শিক্ষক মোঃজামাল উদ্দিন, শামশুল হোসেন, আলী হায়দার ,জসিম উদ্দিন, বায়েজিদ নেওয়াজ,মুজিবুল আলম চৌধুরী, আশফাকুল আলম, আব্দুল লতিফ, নজরুল ইসলাম, রাধা দেবী টুনটু মুন, আব্দুল মান্নান, সাইমন রিয়াদ,মোঃ জাবেদ,হাফিজুল হক, শাহাদাত রুবেল সহ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর সম্পাদক সহ নির্বাহি সমস্য বৃন্দ।
টুর্নামেন্ট এ টাইটেল স্পন্সর হিসেবে এম এম ইস্পাহানি লিঃ ও সহযোগী স্পন্সর হিসেবে ফোর এইচ গ্রুরুপ ছিলেন।