[ad_1]
গাজীপুর, ১৩ এপ্রিল- গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) কনোরাভাইরাস শনাক্তের পর ওই থানার ওসিসহ ১৫ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এ নিয়ে গাজীপুর মহানগরীতে চারজন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে তিনজনই একই বাসার বাসিন্দা। তারা হলেন নগরীর গাছা থানার বটতলা সড়কের বাসিন্দা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই), তিনি যে বাসায় ভাড়া থাকেন ওই বাসার মালিকের স্ত্রী ও তার ১৪ বছরের মেয়ে।
আক্রান্ত অপরজন হলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের প্রোগ্রামার। পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সোমবার বিকেলে গাছা থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শকসহ (অপারেশন) ১৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআইয়ের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। তিনি গাছা এলাকার যে বাসায় থাকেন ওই বাসার মালিকের স্ত্রীর রোববার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। বাসাটি লকডাউন করে সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বাসার মালিক ও তার মেয়ে এবং ওই বাসার এসআইয়ের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, আক্রান্ত তিনজনই আইসোলেশনে রয়েছেন। এছাড়া সিভিল সার্জন অফিসের এক কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় রোববার সিভিল সার্জনসহ ১৩ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। তাদের নমুনা আইইডিসিআরে পাঠালে সোমবার ওই অফিসের প্রোগ্রামারের করোনা পজেটিভ আসে।
গাছা থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন বলেন, আক্রান্ত এসআইয়ের সংস্পর্শে আসায় ছয় পুলিশ কর্মকর্তাকে হোম এবং আমিসহ নয়জন অফিস কোয়ারেন্টাইনে রয়েছি।
সূত্র: জাগোনিউজ
আর/০৮:১৪/১৩ এপ্রিল
[ad_2]