বুধবার, এপ্রিল ২, ২০২৫

পুলিশ দেখলেই শাটার নামিয়ে দৌড়ে পালান দোকানিরা

Must read

গাজীপুর, ২৯ মার্চ – বিশ্ববাসী যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত, তখন দেশের গ্রামগুলোর চিত্র ভিন্ন। ভাইরাসের ভয়াবহতা নিয়ে তেমন সচেতনতা নেই নিম্নবিত্তদের ভেতর। এখনো সন্ধ্যা হলে গ্রামের হাট-বাজারের চায়ের দোকানে বসে আড্ডা। এমন চিত্র গাজীপুরের কাপাসিয়া উপজেলার অধিকাংশ এলাকায়।

সরেজমিনে উপজেলার টোক, রাওনাট, রাণীগঞ্জ, বরুন, নাসু মার্কেট, আড়াল বাজার, ত্রিমোহনী বাজারে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। আতঙ্ক উপেক্ষা করে ঘুরে বেড়াচ্ছেন গ্রামবাসী। বাজার করা, ওষুধ কেনাসহ বিভিন্ন অজুহাতে তারা ঘুরে বেড়াচ্ছেন।

মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত হলেও খুব বেশি সচেতনতা বাড়ছে না। পুলিশ প্রশাসন কীভাবে কাজ করছে তা দেখতেও বাজারে ভিড় জমায় অনেক মানুষ।

সরেজমিনে এসব জায়গা ঘুরে আরও দেখা যায়, দোকানের একটি শাটার বন্ধ করে খুলে রাখছে অন্য শাটারের আংশিক অংশ। পুলিশ দেখলেই শাটার নামিয়ে দৌড়ে পালান দোকানিরা। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মানুষকে সচেতন করছি। প্রতিদিন আমাদের চারটি টিম মাঠে কাজ করছে। উপজেলাব্যাপী সচেতনতামূলক মাইকিং হচ্ছে। এ ছাড়া আমাদের থানায় জনবল সংকটও রয়েছে।’

‘উপজেলার চার লাখ মানুষকে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সচেতন হওয়া প্রয়োজন। নিজের সুরক্ষা নিজেই করতে হবে। আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি’, যোগ করেন ওসি।

সুত্র : আমাদের সময়

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article