বুধবার, এপ্রিল ২, ২০২৫

প্রকাশ্যে ইউপি সদস্যকে পিটিয়ে জখম করলেন এসি ল্যান্ড

Must read

ঠাকুরগাও, ২৮ মার্চ- এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে জনসম্মুখে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার কালুপীর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য গাজিউর রহমান হাসপতালে চিকিৎসা নিয়েছেন। তিনি এ ঘটনার বিচার চেয়ে আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ওই এসি ল্যান্ড নিজের দায় এড়ানোর চেষ্টা করলেও ইউএনও বলছেন, ‘মেম্বারকে আরও পেটানো উচিত ছিল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দেওয়া অভিযোগ এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার কালুপীর বাজারে জনসমাগম ঠেকাতে গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চেষ্টা করা হয়। গ্রাম পুলিশ ও পীরগঞ্জ থানার উপপরিদর্শ (এসআই) রেজাউল আলমসহ ছয় পুলিশ সদস্য নিয়ে এই চেষ্টা চালান সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য গাজিউর রহমান। সন্ধ্যার দিকে তারা বাজারের একটি ফলের দোকান থেকে কিছু ফল কিনে খাচ্ছিলেন। এ সময় এসি ল্যান্ড তরিকুল ইসলাম গাড়ি নিয়ে সেখানে যান।  তখন ওই ইউপি সদস্য এগিয়ে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন এসি ল্যন্ড।

এ সময় পুলিশ সদস্যরা এসি ল্যান্ডকে জানান, তিনি ওই এলাকার মেম্বার। এ কথা শোনার পরও এসি ল্যান্ড তাকে পেটাতে থাকেন। একটি লাঠি ভেঙে গেলে আরও একটি লাঠি নিয়ে ইউপি সদস্যকে পেটাতে পেটাতে গাড়িতে তোলার চেষ্টা করেন ওই এসি ল্যান্ড। পরে পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন। এ ঘটনার পর স্বজনরা রাতে তাকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

গাজিউর রহমানের অভিযোগ, ইউপি সদস্য পরিচয় পাওয়ার পর তাকে আরও বেশি করে পেটান এসি ল্যান্ড। তাকে মামলায় ফাঁসানোরও হুমকি দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নিজের দায় এড়িয়ে এসিল্যান্ড তরিকুল ইসলাম বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলেন ওই মেম্বার। এ জন্য তিনি নন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে চলে যেতে ফোর্স করেন। এটা একটা ভুল বোঝাবুঝি।’

তবে এ বিষয়ে পীরগঞ্জের ইউএনও রেজাউল করিম বলেন, ‘মেম্বারকে আরও পেটানো উচিত ছিল। তারা কোনো কাজ করে না। সারা দিন লোজজন নিয়ে বাজারে বসে থাকে। তাদের বেশি করে পেটালেই সব ঠিক হয়ে যাবে।’

উল্লেখ, গতকাল মাস্ক ব্যবহার না করায় কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে ওঠবস করিয়ে আলোচনায় আসেন আরেক এসি ল্যান্ড। সমালোচনার মুখে যশোরের মণিরামপুরের এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে এরই মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থানে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: আমাদের সময়

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article