বুধবার, এপ্রিল ২, ২০২৫

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Must read

[ad_1]

road accident

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকার বাইপাইলগামী একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকায় পৌঁছায়।

এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকে থাকা চারজন নিহত এবং ১০ জন আহত হন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঘটনাস্থলে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article