বুধবার, এপ্রিল ২, ২০২৫

বগুড়ায় বিদেশফেরত ১২৯০ জনের হদিস পাচ্ছে না প্রশাসন -Deshebideshe

Must read

[ad_1]

বগুড়া, ০২ এপ্রিল – বগুড়ায় বিদেশফেরত ১ হাজার ২৯০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কে খুঁজে বের করতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। এ জেলায় মাত্র ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ তথ্য জানান।

তিনি বলেন, যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। এ জন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিদেশ থেকে বগুড়ার ২ হাজার ২৬৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টেইনে নেয়া হয়। পরে ৩১৩ জনের ১৪ দিন বাড়িতে অবস্থানের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি বলেন, বিদেশফেরত অনেকে পাসপোর্টে বগুড়ার ঠিকানা ব্যবহার করলেও দেশে ফেরার পর বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তবে যারা বাড়ি ফিরেও নিজেদের আড়াল করে রেখেছেন তাদের অবশ্যই খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চত করা হবে।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, জরুরি প্রয়োজন ছাড়া আপনারা কেউ বাড়ির বাইরে আসবেন না। এরই মধ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। যারা অযথা বাড়ির বাইরে আসবেন তাদের বিরুদ্ধে জনগণের স্বার্থেই আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০২ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article