জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি তৈরির লক্ষ্যে ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৪টি আইএমটিতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।
অন্যান্য যেমন শ্রীলংকা, ফিলিপাইন, চায়না, সিংগাপুর, ইন্ডিয়া ইত্যাদি দেশের মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষতা বেশি থাকায় তারা বাংলাদেশের মাইগ্রেন্ট ওয়ার্কাররে চেয়ে ৩ থেকে ১০ গুণ অর্থ আয় করেন।
অন্যান্য দেশ যেমন শ্রীলংকা, ফিলিপাইন, চায়না, সিংগাপুর, ইন্ডিয়া ইত্যাদি দেশের মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষমতা বেশি থাকায় তারা বাংলাদেশের মাইগ্রেন্ট ওয়ার্কাররে চেয়ে ৩ থেকে ১০ গুণ অর্থ আয় করেন।
বাংলাদেশের বিদেশগামী কর্মীগণ যাতে অন্যান্য দেশের ন্যায় অধিক অর্থ উপার্যন করতে পারেন যে জন্য সরকার ২০১১ সনে ক্ষতা নীতি অনুমোন করেন।
যে নীতিতে সিবিটিএন্ডএ পদ্ধতিতে প্রশিক্ষণের মান উন্নয়নের কথা বলা হয়েছে। বিটিইবি প্রায় ৭৬ টি অকুপেশনে স্কিলে এনটিভিকিউএফ ১ থেকে ৪ ও পেডাগোজি লেভেল ৪ সনদায়নের ব্যবস্থা করেছেন। এ পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদানের জন্য ট্রেইনারকে প্রথমে এনটিভিকিউএফ সার্টিফিকেট অর্জন করতে হয়।
এ লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্তরের ৯০ জন ইনস্ট্রাক্টরের এনটিভিকিউএফ লেভেল ১ থেকে ৪ ও পেডাগজি লেভেল ৪ সনদ অর্জনের জন্য “ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অব দা টিটিসি, রাজশাহী” প্রজেক্টের আওতায়
বাংলাশে-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতানার সভাপতিত্বে উক্ত কার্যক্রম শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্তি মহাপরিচালক, মীর খায়রুল আলম, যুগ্ম সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা।
গাজী ইকফাত মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক, বিএমইটি, ঢাকা, জনাব শীন হুং ছুল, প্রজেক্ট কোঅর্ডিনেটর, কোরিয়া, জনাব ইউ ইয়ং জু, রেসিডেন্স অ্যাসোসিয়েশন, মো: আখতার হোসেন,মো: সরফুদ্দিন প্রমুখ।