বুধবার, এপ্রিল ২, ২০২৫

বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত

Must read

রাঙ্গামাটি, ২৬ মার্চ- রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে সংস্কারপন্থী জেএসএস (এমএন) কর্মী দূর্দব চাকমা (৪৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মিলেবো চাকমাও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার রূপকারি ইউনিয়নের বিজয়ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে কাজ শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে ছিলেন দূর্দব ও তার পরিবার। এসময় একদল সন্ত্রাসী অতর্কিত ব্রাশ ফায়ার করে। এতে ঘুমন্ত অবস্থায়ই গুলিবিদ্ধ হয়ে মারা যান দূর্দব। তার স্ত্রীর পায়েও গুলি লাগে।

এ বিষয়ে জেএসএস বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানোজীব চাকমা যুগান্তরকে বলেন, দূদর্ব তার দলের সক্রিয় সদস্য। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলেন দাবি করেন তিনি।

হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান জ্ঞানোজীব চাকমা।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর এ প্রতিবেদ্ককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থল গেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article