বুধবার, এপ্রিল ২, ২০২৫

বিএসএমএমইউয়ে সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা -Deshebideshe

Must read

[ad_1]

ঢাকা, ১৭ মার্চ – মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, ওপেন হার্ট সার্জারি, কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুজিব শতবর্ষের লোগো সংলিত বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর মঙ্গলবার সকাল পৌনে ৮টায় উপাচার্যের নেতৃত্বে অন্যান্য উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, ডীনবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উপাচার্য সকাল ৮টায় বহির্বিভাগে রোগীদের হাতে টিকিট তুলে দেয়ার মাধ্যমে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম, বিনামূল্যে ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম ও কেবিন ব্লকে ফ্রি সার্জারি সেবা কার্যক্রম, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরের পাশে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে শিশুদের অংশগ্রহণে স্বল্প পরিসরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় শহীদ ডা. মিলন হলে শিশু অনুষদের বিভিন্ন বিভাগের সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে অভিজ্ঞতা ও মতামত বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

দুপুর ১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুর দেড়টায় বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ছিল। এছাড়া মঙ্গলবার রাত ৮টায় জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কাটা হবে।

দিনব্যাপী বিনামূল্যে অপারেশন কার্যক্রমে এনেসেথেশিয়া বিভাগের সহায়তায় জেনারেল সার্জারি, নিউরোসার্জারি, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি, অবস অ্যান্ড গাইনি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কার্ডিয়াক সার্জারি, অর্থোপেডিক সার্জারিসহ সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ৫৯ রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনবৃন্দ।

বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের আওতায় মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ৩৩২২ জন রোগী, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ২০৩০ জন রোগী এবং ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ২২০ জনসহ ৫৫৭২ জন রোগী সেবা গ্রহণ করেন। বিনামূল্যে ল্যাবরেটরি পরীক্ষা-নীরিক্ষাসমূহ ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আওতায় বিভিন্ন ধরনের ৮ শতাধিক পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আওতায় ২০ ব্যাগ রক্ত সংগ্রহ ও বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এসব কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বছরব্যাপী নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৭ মার্চ



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article