সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

বিয়ের মুহূর্ত সামনে এনে স্বামীর ছবি শেয়ার করলেন রাখি সাওয়ান্ত

Must read

মুম্বাই, ১৭ এপ্রিল – মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে এনআরআই রিতেশের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলে জানান রাখি সাওয়ান্ত। বিয়ের পর সিঁথিতে সিদূর, গলায় মঙ্গলসূত্র থাকলেও, স্বামী রিতেশের ছবি কখনও শেয়ার করেননি টেলিভিশনের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। রিতেশ নাকি বরাবর ক্যামেরার বাইরে থাকতে চান, সেই কারণে সামনে আসতে চান না। বার বার এমনই দাবি করেন রাখি।

ভক্তরা রাখির কাছে বার বার রিতেশের ছবি দেখতে চাইলেও, তিনি কখনও স্বামীর ছবি প্রকাশ্যে আনেনি। এবার করোনা ভাইরাসের জেরে যখন লকডাউন চলছে, সেই সময় আচমকাই রিতেশের এক ঝলক নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন রাখি। তবে রিতেশের ছবি আপলোডের কয়েক মুহূর্তের মধ্যে তা ফের সরিয়ে দেন রাখি। তবে আংটি বদলের পর তাঁর হাতের পাশে রিতেশের হাত রেখে তোলা ছবি রাখি শেয়ার করেন।

পাশাপাশি বিয়ের আসরে রাখিকে ধরে রয়েছেন, রিতেশের এমন একটি ছবি সামনে আনেন অভিনেত্রী। তবে রিতেশের মুখ এখনও ভক্তদের কাছ থেকে লুকিয়েই রেখেছেন রাখি সাওয়ান্ত।

সুত্র : ২৪ ঘন্টা

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article