[ad_1]
ঢাকা, ০৫ এপ্রিল- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর বেতনের টাকা রোববার বাংকে জমা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন এ তথ্য জানান।
মাউশির এক নোটিশে রোববার জানানো হয়, স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশ অগ্রণী ও রূপালী বাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধানগণ emis.gov.bd ওয়েবসাইট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের এমপিও শিট ডাউনলোড করে নিতে পারবেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। এরপর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা নির্ধারিত সময়েই বেতন পেয়েছেন। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি বেতনের অংশ (এমপিও) ছাড় হচ্ছিল না।
উপ-পরিচালক মো. রুহুল মোমিন জানান, ২৫ তারিখের মধ্যেই বিল-বেতন তৈরি করে এজি অফিসে পাঠানো হয়। তবে ২৬ তারিখ থেকে ছুটি শুরু হওয়ায় তারা চেক দিয়েছেন ৫ এপ্রিলের তারিখ দিয়ে। এ কারণে চেক আগে জমা দেওয়া যায়নি। রোববার ব্যাংকের চেক জমা হয়েছে, সোমবার থেকে শিক্ষকরা বেতনের টাকা তুলতে পারবেন।
সূত্র-সমকাল
এম এন / ০৫ এপ্রিল
[ad_2]