বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক অশোক চৌধুরী ব্যক্তিগত গাড়ি চালিয়ে একাই চট্টগ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। গাড়িটি কুমিল্লার চৌদ্দগ্রামের কাছে মিয়ার বাজার এলাকায় পৌঁছালে তিনজন আরোহী নিয়ে উল্টেপথে আসা একটি মোটরসাইকেল তার সামনে পড়ে যায়। মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে তিনি মাথা, ঘাড় ও বুকে প্রচণ্ড আঘাত পান। পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেলে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।