বুধবার, এপ্রিল ২, ২০২৫

বোয়ালখালীতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Must read

https://paathok.news/

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডি থেকে মা ও শিশু কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে পূর্ব গোমদন্ডির হাজির হাট মাহবুব আলমের বিল্ডিং থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

এলাকাবাসীর ধারণা মা মোছাম্মদ সারমিন আক্তার (২৭) ও তার দেড় বছরের শিশু কন্যা তাছলিমাকে হত্যা করে ঘরের ভীতর রশিতে ঝুলিয়ে রেখেছে।

নিহতরা পশ্চিম গোমদন্ডি এলাকার শ্রমিক লীগ নেতা মো. সেলিম প্রকাশ টেম্পু সেলিমের দ্বিতীয় স্ত্রী ও কন্যা। ঘটনার পর থেকে টেম্পু সেলিম পলাতক বলে জানায় পুলিশ।

টেম্পু সেলিম পেশায় টেম্পু চালক। তিনি চট্টগ্রাম জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (শ্রমিক লীগের অর্ন্তভূক্ত) বোয়ালখালীর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানার ওসিসহ পুলিশ টিম ঘটনাস্থলে পৌছেন। তারা দুজনের মরদেহ উদ্ধার করেছে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী পাঠক ডট নিউজকে বলেন,  মা ও শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে মেয়েকে হত্যা করে মা আত্মহত্যা করেছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article