[ad_1]


চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা এলাকায় একটি বেসরকারী ব্যাংকের ১৪ জন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্দেশে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন। তিনি বলেন গতকাল ওমর ফারুক নামে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রামক ধরাপড়ার পর ব্যাংকটির আন্দরকিল্লা শাখার ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
গত ২৫ মার্চ উক্ত ব্যাক্তি ব্যাংক এশিয়ায় এসেছিলেন। সিটি এসবি থেকে আমাদের এ তথ্য জানানোর পর ব্যাংকের ১৪ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে ব্যাংকের ওই শাখা লকডাউন করা হয়নি।
ব্যাংকটির শাখা ম্যানেজার আলী তারেক পারভেজ বলেন, আমিসহ ১৪ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে চলে যেতে বলেছে পুলিশ। তাই এখন ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
[ad_2]