ভারতের করোনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ল। এখনও পর্যন্ত দেশটিতে ২৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,০৩৫ জন, আর প্রাণহানি হয়েছে ৪০ জনের। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটির।
জানা গেছে, সব মিলিয়ে ভারতে মোট ৭,৪৪৭ জন করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের মানুষ। ওই রাজ্যে ১,৩৬৪ জন আক্রান্ত করোনাভাইরাসে। এদিকে
উল্লেখ্য, ভারতে করোনার সংক্রমণের ঠেকাতে টানা ২১ দিনের লকডাউন চলছে। আগামী ১৪ এপ্রিল সেই ২১ দিন পূর্ণ হওয়ার কথা। তবে যেভাবে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে তাতে লকডাউন তুলে নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।