“সিএমপি-বিদ্যানন্দ এক টাকায় কেনার আনন্দ” এই শ্লোগানকে সামনে রেখে ভ্রাম্যমান সুপারশপ নিয়ে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের দোরগোড়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশন টিম।
শুনতে অবাক লাগলেও আসলেই সত্যি! ১ টাকায় পাওয়া যাচ্ছে শাড়ি , লুঙ্গিও পাওয়া যাচ্ছে ১ টাকায়। বাচ্চাদের ফ্রক, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, পেটিকোট, গার্মেন্টস আইটেম ও পাওয়া যাচ্ছে ১ টাকায়। ভাবছেন দেশে কি শায়েস্তা খাঁর আমল শুরু হয়ে গেলো! না শায়েস্তা খাঁর আমল না। ‘এক টাকায় কেনার আনন্দ’ নামে একটি ব্যতিক্রমী সুপারশপ চালু হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় এই আয়োজন।
৯ই সেপ্টম্বর বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর নগরীর দক্ষিণ কাট্টলি, পাহাড়তলী, আকবর শাহ, কৈবল্যাধম এলাকায় বসে এই ভ্রাম্যমান সুপারশপ।
বিদ্যানন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক মোহাম্মদ মোবারক জানান, এই ভ্রাম্যমান সুপারশপে বাচ্চাদের ফ্রক, শার্ট, প্যান্ট, টি-শার্ট, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস, পেটিকোট, গার্মেন্টস আইটেম বিক্রি করা হয়। চট্টগ্রাম নগরীর বিভিন্ন বস্তি এলাকার প্রায় ৩০০ মানুষ ১ টাকায় এই বাজার করে।
মূলত বিদ্যানন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সার্ভে করে লোক বাচাই করে তাঁদের এই আইটেমগুলি বিক্রি করা হয়।