বুধবার, এপ্রিল ২, ২০২৫

মাদকে করোনা সারে না, পুরোটাই গুজব

Must read

 

করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কেউ আক্রান্ত হলে অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ভাইরাসটি সম্পর্কে এরই মধ্যে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কোকেন সেবনে করোনাভাইরাস আক্রান্ত হলেও সুস্থ হওয়া যায়। ফান্সে এই গুজব ছড়িয়ে পড়ার পর সরকারিভাবে সতর্কও করা হয়েছে।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গুজব ছড়িয়ে দেওয়া হয়- কোকেন সেবনে তাৎক্ষণিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যান। কোকেন সেবনের একটি ছবি যুক্ত করে সেই দাবি করা হয়। কিন্তু সেই দাবি ভিত্তিহীন।

এমন অনেক গ্রুপ থেকে এসব গুজব ছড়ানো হয়েছে, যেসবের ফলোয়ার সংখ্যা বহু। বিষয়টি নজরে আসার পরপরই সচেতন করে সরকারি কর্মকর্তারা জানান, কোকেনে করোনাভাইরাস সেরে যায় না। এটি গুজব। গুজবে কান দেওয়ার আহ্বানও জানানো হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article