বুধবার, এপ্রিল ২, ২০২৫

মোদীর করোনা তহবিলে ২৫ কোটি রুপি দিচ্ছেন অক্ষয় কুমার

Must read

 

মুম্বাই, ২৮ মার্চ – করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে ২৫ কোটি রুপি দান করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অবশ্য শুধু এবারই প্রথম নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবিক গুণীবলী সম্পন্ন এই অভিনেতা।

অক্ষয় কুমার তার এই সাহায্যের বিষয়টি টুইট করে ভক্তদের জানিয়েছেন। যেখানে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

এটা এমন এক সময়, যেখানে আমাদের সকলের জীবনের প্রশ্ন। আমাদের যে কোনো কিছু করতে হবে এবং যা প্রয়োজন তাই করতে হবে। আমি আমার সঞ্চয় থেকে ২৫ কোটি রুপি মোদীজি’র পিএম-কেয়ারস তহবিলে দান করার প্রতিশ্রুতি দিচ্ছি। চলুন জীবন বাঁচাই, জীবন আছে তো, জগৎ আছে।

অক্ষয় কুমারের এই টুইট বার্তাকে স্বাগত জানিয়ে মোদী তার পুনটুইটে সকলকে অধিকতর স্বাস্থ্যকর ভারত গড়তে দান করার আহ্বান জানিয়েছেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী তার এক টুইটবার্তায় পিএম-কেয়ারস তহবিলে দান করার জন্য আহ্বান জানান সকলকে। তারপর থেকে অনেকে সাড়া দিচ্ছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article