যশোর, ০১ এপ্রিল- করোনার কারণে ঘুরছে না গাড়ির চাকা। এতে যশোরের বিভিন্ন বাস টার্মিনালে আটকা পড়ে আছেন বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক পরিবহন শ্রমিক। ফলে মানবেতর দিন কাটছে তাদের। বিভিন্ন সময় দেওয়া সরকারি-বেসরকারি সহায়তাও ঠিকমতো জুটছে না তাদের কপালে। তাদের দিকে কারও নজর নেই বলে শ্রমিকরা জানিয়েছেন।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, আটকে থাকা পরিবহন শ্রমিকদের গন্তব্যে পৌঁছে দেওয়াসহ এখানে অবস্থানকালে তাদের খাবার নিশ্চিত করতে পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোর থেকে ঢাকা, বেনাপোল, খাজুরা, ছুটিপুর, মাগুরা, নড়াইলসহ ৩২টি রুটে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ গাড়ি চলাচল করে। এর সঙ্গে জড়িয়ে আছে আড়াই হাজার শ্রমিক ও তাদের পরিবার। তাদের একমাত্র অবলম্বন রাস্তায় গাড়ি চালানো। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে ও সব ধরনের গণপরিবহন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার।
শ্রমিকরা বলছেন, ‘আমরা দিন আনি দিন খাই, পরিবারের একজনের আয়েই সংসার চলে। করোনার কারণে ঘরে থাকলে সংসার চলবে কী করে?’ সাইফুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, যাত্রীদের পৌঁছে দিতে আমরা দায়িত্ব পালন করি। অথচ দেশের এই পরিস্থিতিতে আমাদেরই আটকে থাকতে হচ্ছে। এদিকে কারও নজর নেই।