
এরই সাথে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড, পৌরসভা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সকল অংগসংঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ পূষ্পস্তাবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখা রাঙামাটির উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন, রাঙামাটি মোটর মালিক সমিতির আয়োজনে বিনামূল্যে রাঙামাটি হতে চট্রগ্রাম যাত্রীসেবা প্রদান কর্মসূচিসহ রাঙামাটিস্থ সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ও বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে আলোকসজ্জাকরণ, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, প্রার্থনাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন, রচনা, কুইজ, কবিতা, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা সহ দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।