বুধবার, এপ্রিল ২, ২০২৫

রাজনীতির উর্ধ্বে করোনা লড়াই, মোদীর পাশে দাঁড়ানোর বার্তা সনিয়ার!

Must read

নয়াদিল্লী, ২৬ মার্চ – সব বিষয়েই বিজেপিকে আক্রমণ করা কংগ্রেস ও বিরোধীদের নিত্যদিনের কাজ। অবশ্য বিরোধিতার মাধ্যমে সরকারকে কাজ করতে সাহায্য করাই এক প্রকৃত বিরোধীর দায়িত্ব, এটাই গণতন্ত্র। আর দেশের কঠিন সময়ে ক্ষমতাশীন ও বিরোধীদের একজোট হওয়াটাও দেশের জন্য প্রয়োজনীয়। বর্তমানের করোনা ভাইরাসের জেরে দেশে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, সেই পরিস্থিতিতে সরকার ও বিরোধীদের একজোট হওয়ায়ই দেশের জন্য মঙ্গলময়। আর সেটাই করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

২১ দিনের জন্যে লকডাউনের সমর্থনে সনিয়া
বিশাল বিরোধিতা সত্ত্বেও গোটা দেশকে ২১ দিনের জন্যে লকডাউন করার সিদ্ধান্তে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই সমর্থন করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। একটি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এটি অত্যন্ত ভালো পদক্ষেপ, এই বিষয়ে সরকারকে সমর্থন করবে কংগ্রেস।

মহামারীর সংক্রমণ রোধে কেন্দ্রের পাশে কংগ্রেস
সনিয়া তাঁর ৪ পৃষ্ঠার চিঠিতে লেখেন, কংগ্রেসের সভানেত্রী হিসাবে, আমি বলতে চাই যে আমরা এই মহামারীর সংক্রমণ রোধে কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে সমর্থন করেছি এবং আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব।

মানবতার স্বার্থে নেওয়া পদক্ষেপকে সম্মান
সনিয়া আরও লেখেন, এই চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত পক্ষপাতদুষ্ট স্বার্থের উর্ধ্বে উঠে দেশের এবং প্রকৃতপক্ষে মানবতার স্বার্থে নেওয়া পদক্ষেপকে সম্মান করা। কংগ্রেস দল এই ব্যাপারে সরকারকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা দেবে।

অর্থনীতিকে সামাল দিতে পদক্ষেপ নিক কেন্দ্র
কংগ্রেস সভানেত্রী কেন্দ্রকে এই পরামর্শও দেন যাতে এই সঙ্কটের সময় দেশের সমস্ত ব্যাঙ্কগুলি যাতে ইএমআই দেওয়ার নির্দিষ্ট সময় কিছুটা পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করে এবং এই সময়ের জন্যে অন্তত যাতে ব্যাংকগুলির তার জন্যে নির্ধারিত সুদ মকুব করে। পাশাপাশি ওই চিঠিতে করোনা পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতিকে সামাল দিতে কিছু পদক্ষেপ করারও পরামর্শ দেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article