বুধবার, এপ্রিল ২, ২০২৫

রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছেন মেয়র

Must read

রাজশাহী, ২৫ মার্চ – প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজশাহী নগরীতে জীবাণুনাশক স্প্রে শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জীবাণুনাশক ছিটিয়ে এ কার্যক্রম শুরু করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আরডিএ মার্কেট, মনি চত্বর, সবজিপাড়া এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীবাসীকে নিরাপদ রাখতে করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে জীবাণুনাশক স্প্রে, মহানগরীর ২৬টি পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় চীন থেকে পিপিই আনা হচ্ছে। জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, ডিস ক্যাবল লাইনে প্রচার, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

মেয়র বলেন, চিকিৎসাব্যবস্থা ও খাদ্য সংকট মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা নাগরিকদের নিরাপদ রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। সরকারি নির্দেশনা মেনে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করুন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরজুড়ে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে রাজশাহী সিটি করপোরেশনের তিনটি ওয়াটার ট্যাংকার ও একটি জেড এবং পুলিশের একটি জলকামান ব্যবহার করা হচ্ছে। এই কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article