দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রূপনগর সুইপুরা তা’লীমুল কুরআন দাখিল মাদ্রাসার ২৪তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রুপনগর সপুরা এলাকার ২ কিলোমিটারের মধ্যে মাধ্যমিক মানের কোন শিক্ষাপ্রতিষ্ঠান নাই। মাদ্রাসাটি ১৯৯৯ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতকানিয়া এর অনুমতিক্রমে প্রতিষ্ঠিত হয়েছে। এবং বর্তমানে ৫০০ এর বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।
২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার চরতী, সুইপুরা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে, মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায়, রূপনগর সুইপুরা তা’লীমুল কুরআন দাখিল মাদ্রাসা,হেফজখানা ও এতিমখানার ২৪তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ সাব্বির সওদাগর ও ৯নং চরতি ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ
বক্তব্যে প্রধান অতিথি স্থানীয় এমপি আব্দুল মোতালেব এর কাছে মাদ্রাসাটি এমপি ভুক্ত হওয়ার জন্য সরকারের নিকট আবেদন কৃত জায়াগাটা অল্প সময়ের মধ্যে হস্তান্তর করার জন্য অনুরোধ করেন।
দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ ইলিয়াস সাহেবের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পুকুরিয়া মুখলেছিয়া এমদাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নূর আহমদ এবং বিশেষ আলোচক ছিলেন সাতকানিয়া বাইতুশ শরফ আখতারিয়া আদর্শ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমান উল্লাহ আমান।
মাষ্টার ফোরকান আহমদ এর সন্চালনায় আরো উপস্থিত ছিলেন মোঃ নূরুল হাসান, মোঃ হামিদুর রহমান কাইছার ,মহি উদ্দিন সহ দেশ বরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ।