বুধবার, এপ্রিল ২, ২০২৫

রেজাউল করিমের মুখে মাস্ক পরিয়ে দিলেন ডা. শাহাদাত

Must read

https://paathok.news/
.

করোনাভাইরাস আতঙ্কে আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে কি হবে না এনিয়ে চট্টগ্রামসহ সারাদেশের মানুষ দ্বিধাদ্বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন বলছে চসিক নির্বাচন নিধার্রিত সময়েই হবে। করোনা পরিস্থিতির অবনতি হলে নির্বাচন পেছানো হবে বলে ইঙ্গিত করেছেন ইসি।

তবে নির্বাচনকে সামনে রেখে এখনো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরা। এ মধ্যে প্রচার প্রচারণায় কিছুটা ভাটা পড়লেও প্রচারণার কৌশল পাল্টিয়েছে মেয়র প্রার্থীরা।

নির্বাচনী প্রচারণা নেমে মূলত ভোট না চেয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনা সৃষ্টি করে প্রচারণা করছেন মেয়র প্রার্থীরা।

https://paathok.news/
.

আজ বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন করোনাভাইরাসের ভয়াবহতা, প্রতিকার এবং এ নিয়ে জনগণকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা করেন।

সকালে নান্দনিক নামে নামে একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে, মুখোমুখি হয়েছিলেন প্রধান দুইদলের মেয়রপ্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ও রেজাউল করিম চৌধুরী। এসময় দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে কূশল বিনিময় ছাড়াও নির্বাচন সংক্রান্ত কথাবার্তা হয়। এসময় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিমের মুখে মাস্ক পরিয়ে দেন।

এসময় দুদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমর্থক ছাড়াও পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত থাকা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বলেন, দুই মেয়র প্রার্থী আজ প্রেসক্লাবে “আমাদের নগর আমাদের ভাবনা” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রেজাউল করিম ভাই বক্তব্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন হল রুমে ঢুকেন। তখন দুজন মুখোমুখি হলে তাদের মধ্যে কূশল বিনিময় এবং নির্রাচন বিষয়ে কথা হয়। দুজনই আন্তরিকতা এবং হাসিমূখে আলাপচারিতা করেন। এমসময় ডা. শাহাদাত হোসেন রেজাউল করিম ভাইকে মাস্ক পরিয়ে দেন। এসময় শাহাদাত ভাই নির্বাচন পেছানোর বিষয়ে মত প্রকাশ করলে রেজাউল করিম ভাই তাতে সম্মতি জানান।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পাঠক ডট নিউজকে বলেন, জনগণ বাঁচলেই নির্বাচন। এখন নির্বাচনটা মূখ্য না, নিরাপত্তাটাই মূখ্য। তাই আমরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য করোনাভাইরাস বিষয়ে প্রচার প্রচারনা চালাচ্ছি। তারই অংশ হিসেবে আজ আমরা প্রেসক্লাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম ভাইসহ আওয়ামীলীগ নেতাদের মুখে মাস্ক পরিয়েছি।

এ ব্যাপারে জানতে মেয়র প্রার্থী রেজাউল করিমকে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article