মুম্বাই, ০২ এপ্রিল – বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস আতংক। প্রায় পুরো পৃথিবীই লকডাউনে আছে। বিশ্বজুড়ে নামিদামি তারকারাও তাদের শুটিংসহ অন্যান্য সব কাজ বন্ধ রেখে ঘরে বন্দী রয়েছেন।
তবে লকডাউনে সবার সময় যে বিরক্তিকর কাটছে না, সেটাই যেনো জানান দিলেন বলিউড তারকা ও সাবেক মিস ওয়ার্ল্ড খ্যাত সুস্মিতা সেন।
সম্প্রতি ব্যাক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে প্রেমিক রহমান শলের সঙ্গে ওয়ার্ক আউটের কিছু ছবি প্রকাশ করেন সুস্মিতা।আর নিয়েই ইন্টারনেটে তোলপাড় শুরু হয়ে যায় সুস্মিতা ফ্যানদের মাঝে।
লকডাউনের সময়টা উপভোগ করেই কাটাচ্ছেন সুস্মিতা তেমন বার্তা ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘বাজে সময় সবসময় থাকে না। কিন্তু সুস্থ শরীর সবসময় প্রয়োজন। পরিস্থিতির কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবন থেকে কিছুদিনের জন্য বিরতিতে আছি।
কিন্তু তাতে কি, জীবন কোনো না কোনো উপায় খুঁজে নেয়। তাই এই সময়টাতে আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে।’
করোনাভাইরাসকে ঘিরে ভারতে চলছে জনতা কারফিউ। সাধারণ মানুষের পাশাপাশি স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছেন তারকারাও।