বুধবার, এপ্রিল ২, ২০২৫

লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত -Deshebideshe

Must read

[ad_1]

লক্ষ্মীপুর, ১২ এপ্রিল- লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩২ বছর বয়সী আক্রান্ত যুবক উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার বাসিন্দা। শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এখন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে।

তবে আক্রান্ত যুবকের বাড়ি কিংবা এলাকা লকডাউন করা হয়েছে কিনা তা জানা যায়নি।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে রামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুণময় পোদ্দার সাংবাদিকদের জানান, এখন কিছু বলা যাবে না। রবিবার (১২ এপ্রিল) দিনে বিস্তারিত জানানো হবে। 

জানতে চাইলে লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বলেন, আমাকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ফোন দিয়েছেন। করোনা আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। রাতের কারণে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে রবিবার সকালে ওই বাড়ি লাল পতাকা দিয়ে শনাক্ত করা হবে। এছাড়া পুরো ইউনিয়ন লকডাউনের আওতায় আনা হবে।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১২ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article