
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫ জনে।
শনিবার রাত সোয়া ১০টায় পদুয়া এলাকায় লবণ বোঝাই ট্রাক ও চার চাকার হিউম্যান হলারের (ম্যাজিক) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই যুবকের নাম পরিচয় জানাগেছে তারা হলেন- হলেন-লোহাগাড়ার স্থানীয় সাংবাদিক কায়সার হামিদের দুই ভাই। তারা হলেন- নাম মোহাম্মদ বেলাল (২৩) জসিম উদ্দিন (২৫)। তারা আজিজ নগরের কোরবানিয়া ঘোনা এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। নিহতদের মধ্যে একজন আজিজনগর কৃষি ব্যাংকের কর্মকর্তা রয়েছেন। অন্যান্য হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লবণবোঝাই একটি ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। অপর দিকে যাত্রীবাহি একটি হিউম্যান হলার লোহাগাড়া থেকে চকরিয়ার আজিজ নগর যাওয়ার পথে পদুয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হিউম্যান হলারটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকির হোসেন ইউএনিবেক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। ৭ জনকে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে সেখানে ৩ জন মৃত্যু হয়। বাকী ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গভীর রাতে আরো ২ জন মারা যায়।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, লেগুনার চালক ছাড়াও ১৭ জন যাত্রী ছিল। চালকসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ লবণ বোঝাই ট্রাকটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে যায়।