
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায ১৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার রাত সোয়া ১০টায় পদুয়া এলাকায় ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া থানার ওসি মো. জাকির হোসেন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নিলে আরো তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মালবাহী একটি ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। অপর দিকে যাত্রীবাহি একটি হিউম্যান হলার লোহাগাড়া থেকে চকরিয়ার আজিজ নগর যাওয়ার পথে পদুয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হিউম্যান হলারটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে যায়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার হিউম্যান হলারের ১৭জন যাত্রী হতাহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১০ নিহত হয় ৭ জন আহত হয়। গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একঘন্টার ব্যবধানে আরো ৩ জনের মৃত্যু হয়