আসন্ন রমজানকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ দুই’শ পরিবারের মাঝে রমজান মাসের প্রায় ২০ কেজি ওজনের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
২৮শে মার্চ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার দিদার মার্কেট প্রাঙ্গনে শাহনেওয়াজ- হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাসের এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস হাসিনা আকতার নীলু।
মিসেস হাসিনা আকতার নীলু বলেন, সামনে রমজান মাস। করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ কোনো কাজকর্ম করতে পাড়ছে না। অনেকের বাড়িতে খাবার নেই। তাই বাড়ি বাড়ি ঘুরে ওই সকল মানুষের তালিকা তৈরি করেছি এবং প্রায় ২০ কেজি ওজনের খাবার ও ইফতার সামগ্রী তুলে দিয়েছি। দেশের এই পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে।
দেশে করোনা ভাইরাস আক্রান্তের শুরু থেকে নিজ উদ্যোগে প্রতিদিন চট্টগ্রাম নগরীর দিদার মার্কেট এলাকা সহ চকবাজার এর আশপাশ এলাকার বিভিন্ন অলিগলি ছিন্নমূল ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আসছেন হাসিনা আকতার নীলু । একই সাথে ওই এলাকায় কর্মহীন ও নিম্নআয়ের ঘরবন্ধি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা, চাল, ডাল, তৈল, আলু ও সাবানসহ বিভিন্ন ত্রানসামগ্রী পৌছে দিয়েছিলেন তিনি। শুধু শ্রমিক, দিনমজুর, গরিব ও ছিন্নমূলের মানুষ নয়, পাশাপাশি প্রায় শতাধিক এতিম শিশুদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রীসহ দৈনন্দিন খাবার পৌঁছে দিচ্ছেন হাসিনা আকতার নীলু ।
শাহনেওয়াজ- হাসিনা ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মিসেস হাসিনা আকতার নীলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল উদ্দিন, ইউএসটিসি সাস্থ্য বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ প্রণয় কুমার মজুমদার ,সিটি কাউন্সিলর মিসেস রুমকি সেন গুপ্ত এবং অমল কৃষ্ণ নাথ ।
আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পী দেব বর্মন এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মিসেস শায়লা দিদার, জোনায়েদ দিদার,শ্যাম দুলাল দেব বর্মন ,মুনতাসির জিন্নাহ, এমতিয়াজ দিদার,শাইরিন আহমেদ প্রমুখ।