বুধবার, এপ্রিল ২, ২০২৫

শায়েস্তাগঞ্জে ডাক্তার ও ওষুধ সংকট

Must read

হবিগঞ্জ, ২৭ মার্চ – জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ফার্মেসিগুলোতে চরম ওষুধ সংকট দেখা দিয়েছে। উপজেলা হলেও এখানে এখন পর্যন্ত নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারিভাবে দেড় লক্ষাধিক লোকের চাহিদা পূরণে একমাত্র ভরসা শায়েস্তাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র।

বর্তমানে এ কেন্দ্রটিতেই অস্থায়ীভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালানো হচ্ছে। এখানে একজন এমবিএসএস মেডিকেল অফিসার দায়িত্ব পালন করছেন। তাই তার একার পক্ষে চিকিৎসা সেবা প্রদান করা খুবই কষ্টকর।

বিভিন্ন ফার্মেসির মালিকের সঙ্গে কথা বলা জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, ডেটল, সেভলন, মাস্ক ও জ্বর, সর্দি, কাশির ওষুধেরও সংকট রয়েছে। নতুন করে এসব সরবরাহ বন্ধ আছে। এসবের চরম সংকট থাকায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় লোকজন।

উপজেলার দাউদনগর বাজারের শিরিয়া মেডিসিন সেন্টারের মালিক মো. ফয়সল মিয়া জানান, সর্দি, জ্বর, কাশির জন্য নাপা ট্যাবলেট ও সিরাপ, টোফেন ট্যাবলেট ও সিরাপ, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, ডেটল, সেভলন, মাস্ক অর্ডার দিয়েছি ১০ দিন পূর্বে। কিন্তু এখন পর্যন্ত পাইনি। তাই ক্রেতারা এসে খালি হাতে ফিরে যাচ্ছে।

রিলায়েন্স ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি অটল সরকার বলেন, ফার্মেসিগুলোর চাহিদা অনুযায়ী ওষুধের অর্ডার নিলেও এ পরিস্থিতিতে কোম্পানি থেকে সরবরাহে সমস্যা হচ্ছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

উপজেলা মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন বলেন, সাধ্যমতো রোগীদের মাঝে সেবা প্রদান করছি। এ ব্যাপারে কোনো প্রকারের অবহেলা করা হচ্ছে না।

জীবাণুনাশক স্প্রে করেছে আরএফএল

আরএফএল কোম্পানির উদ্যোগে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

শায়েস্তাগঞ্জের ওলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল’র জেনারেল ম্যানেজার মো. ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওলিপুর বাজার থেকে জাবাণুনাশক স্প্রে করা শুরু হয়। পরে ফ্যাক্টরির আশপাশ এলাকার বিভিন্ন সড়কে, মহাসড়কের স্কয়ার গেট থেকে ওলিপুর রেল গেট পর্যন্ত স্প্রে করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল’র ডেপুটি ম্যানেজার (এডমিন) মো. সাইফুর রহমান, সান হেলথ কেয়ার হাসপাতালের এডমিন অফিসার মো. আব্দুল মান্নান, কো-অর্ডিনেটর মোহাম্মদ সায়েম, সিকিউরিটি ইনচার্জ মো. শিহাব উদ্দিন, সিকিউরিটি অফিসার মো. আজিজ প্রমুখ

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article