মাদারীপুর, ০১ এপ্রিল- মাদারীপুরের শিবচরের কাদিরপুরে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের চর গাছিকান্দি গ্রামে বিকেলে আগুন লাগে। আগুনে মো. হালেম শেখ, ছালাম শেখ, নুরু শেখ ও আসাদ আকনের ঘরসহ মোট ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল কান্ত বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। তারা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।