রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপগুলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। সোমবার (০৬ এপ্রিল) ডিএমপির সব ইউনিটকে এমন নির্দেশনার কথা জানানো হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর পাড়া ও মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। ডিএমপি কমিশনারের এমন নির্দেশনা ইতোমধ্যে সব বিভাগকে অবগত করে বাস্তবায়ন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে রোববার (০৫ এপ্রিল) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরিসেবা ছাড়া ঢাকায় কারও প্রবেশ এবং বের হওয়ার ওপর নিশেধাজ্ঞা আরোপের কথা জানায় পুলিশ সদরদপ্তর।