বুধবার, এপ্রিল ২, ২০২৫

সরকারি চাল বিক্রির দায়ে আ.লীগ নেতাসহ দুইজন জেলে -Deshebideshe

Must read

[ad_1]

নাটোর, ৯ এপ্রিল- নাটোরের সিংড়ায় ১০ টাকা কেজির সরকারি চাল বাহিরে বিক্রির দায়ে আওয়ামীলীগ নেতাসহ দুইজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে তাদের দন্ডাদেশ প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাসরিন বানু। এসময় তাদের কাছ থেকে ১৪৪০ কেজি চাল জব্দ করা হয়।

আটকরা উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং লক্ষীখোলা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আউয়াল হোসেন স্বপন ও স্থানীয় চাল ব্যবসায়ী শারুপাড়া গ্রামের মৃত বাছতুল্লাহ’র ছেলে রহমত আলী।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাসরিন বানু জানান, সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামের চাল ব্যবসায়ী তার এক নিকট আত্মীয়ের বাড়িতে সরকারি চাল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে সেখান থেকে ১৪৪০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় চাল ব্যবসায়ী রহমত আলী আওয়ামীলীগ নেতা চাল ডিলার আউয়াল হোসেন স্বপনের কাছ থেকে ক্রয় করে এখানে রেখেছেন। এরপর আউয়াল হোসেন স্বপন ও রহমত আলীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক দন্ডবিধি ১৮৬০ সালের আইনে ১৮৮ ধারায় তাদের দুইজনকে এক মাস করে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সূত্র: পরিবর্তন

আর/০৮:১৪/৯ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article