রবিবার, এপ্রিল ৬, ২০২৫

সীতাকুণ্ডে জ্বর ও শ্বাসকষ্টে তরুণীর মৃত্যু, একই লক্ষণ ভাবির

Must read

https://paathok.news/
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় (করোনার উপসর্গ) আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তরুণীর নাম পারভীন আক্তার (২৭)। উপজেলার কুমিরা ইউনিয়নের গোল আহমদ দেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দিন তরুণীর ভাবিরও জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। ভাবিরও একই লক্ষণ দেখায় পরিবারের সদস্যরা ভয় পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হারুনকে জানান। খবর পেয়ে তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুদ্দিনকে অবহিত করেন।

পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত হয়ে করোনা সন্দেহে নিহত তরুণীর ভাবির নমুনা সংগ্রহ করে ফোজদারহাট বিআইটিআইডিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস) পাঠান।

আজ (শুক্রবার) বিকেলে রিপোর্ট প্রদানের কথা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুদ্দিন। তিনি বলেন, নিহত তরুণী ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। তবে রিপোর্ট পেলে জানা যাবে তার করোনা ছিল কিনা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিল্টন রায় জানান,মারা যাওয়া ওই তরুণীর নমুনা সংগ্রহ করা ছাড়াও আরও একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষার জন্য সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। সেখান থেকে আজ শুক্রবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদনে মারা যাওয়া ওই তরুণীর ভাবির করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলাফল পজিটিভ এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিহত তরুণীর পরিবারকে সাবধানে থাকতে বলা হয়েছে।

এর আগে গত বুধবার সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকার এক নারীর মৃত্যু হয় নগরীর ন্যাশনাল হাসপাতালে। পরিবারের অভিযোগ ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ করোনার রোগী সন্দেহ করে তাকে চিকিৎসা দেয় নি এবং আইসিইউ থেকে জোর করে বের করে দেয়ার একঘন্টা পর ওই নারীর মৃত্যু হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article