বুধবার, এপ্রিল ২, ২০২৫

সেনাবাহিনীর নজরদারিতে কোয়ারেন্টাইনের ব্যক্তিরা

Must read

ঢাকা, ২৭ মার্চ – সারা দেশের মতো সাভারেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী। একই সঙ্গে প্রবাসীদের নজরদারিতে রেখেছেন সেনাসদস্যরা। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন পালন করছেন কি-না সে খোঁজখবর রাখছেন তারা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা এ কর্যক্রম শুরু করেন।

সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সাভার-আশুলিয়ার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ পাড়ামহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর সদস্যরা দুটি দলে ভাগ হয়ে টহল শুরু করেছেন।

একই সঙ্গে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারিতে রেখেছেন সেনাসদস্যরা। তারা নিয়ম ভেঙে বাইরে ঘোরাঘুরিসহ পরিবারের লোকজনের সঙ্গে মেলামেশা করছেন কি-না; এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদারকি করে যাচ্ছে সেনাবাহিনী।

আব্দুল্লাহ আল মাহফুজ আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপজেলা প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবেন সেনাসদস্যরা। পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছে পুলিশও।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article