বুধবার, এপ্রিল ২, ২০২৫

সৌদি আরবে রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী -Deshebideshe

Must read

[ad_1]

ঢাকা, ১৩ এপ্রিল- পুলিশের বিদায়ী মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছরের চুক্তি ভিত্তিক মেয়াদে জাবেদ পাটোয়ারী এ নিয়োগ পাবেন। এই সময়ে তাঁর অবসর-উত্তর ছুটি স্থগিত থাকবে। বুধবার (১৫ এপ্রিল) থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশের মহাপরিদর্শক হিসেবে জাবেদ পাটোয়ারি চাকরির মেয়াদ কাল মঙ্গলবার শেষ হবে। ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী।

জাবেদ পাটোয়ারি বলেন, মঙ্গলবার দুপুরে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবেন। এরপর পুলিশের চাকরি থেকে বিদায় নেবেন।

সরকার ইতিমধ্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনিও আগামী বুধবার (১৫ এপ্রিল) দায়িত্ব বুঝে নেবেন।

সূত্র: প্রথম আলো

আর/০৮:১৪/১৩ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article