বুধবার, এপ্রিল ২, ২০২৫

সৌদি ফেরত দম্পতি কোয়ারেন্টাইনে

Must read

 

সৌদি আরব থেকে দেশে ফেরা এক দম্পতির মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখা যাওয়ায় তাদের ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরের একটি ফ্লাইটে ওই দম্পতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বলেন, সৌদিতে থাকা অবস্থায়ই তাদের শ্বাসকষ্ট ছিল। সেখানে চিকিৎসা করানোর পরও ভালো হচ্ছিল না। এ অবস্থায় তারা দেশে চলে আসেন। তাদের শারীরিক অবস্থা তেমন খারাপ নয়, তবে তাদের শরীরে নভেল করোনাভাইরাস আছে কিনা নিশ্চিত হওয়া দরকার। তাদের বয়স ৬০-৭০ বছরের মধ্যে।

তিনি বলেন, একই ফ্লাইটে তাদের ছেলেও দেশে ফিরেছেন। সৌদি আরবে যাওয়ার আগে তিনি চীন ভ্রমণ করেছিলেন। তবে তার মধ্যে সেরকম কোনো লক্ষণ বা উপসর্গ আমরা দেখিনি।

এর আগে সোমবার ইতালি থেকে ফেরা দু’জন এবং সিঙ্গাপুর থেকে আসা একজনকে কোয়ারান্টিনে পাঠিয়েছে বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র। তাদের দু’জনের শ্বাসকষ্ট এবং একজনের শরীরে জ্বর ছিল।

তিন মাস আগে চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর ঢাকার বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা শুরু করা হয়। রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

যে তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে তাদের দুজনই ইতালি থেকে এসেছেন। অন্যজন তাদেরই একজনের স্বজন।

এছাড়া ‘করোনাভাইরাসের লক্ষণ’ থাকা আরও দুই ইতালি ফেরত ব্যক্তিকে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article