সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

সৌদি যুবরাজের হাত রক্তে রঞ্জিত, তাকে ক্লাব দেবেন না

Must read

রিয়াদ, ২৯ এপ্রিল- সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে নিউক্যাসল ইউনাইটেড ক্লাব বিক্রি না করার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেংগিজ।

স্থানীয় সময় মঙ্গলবার খাদিজা চেংগিজির পক্ষ থেকে তার আইনজীবী এ আহ্বান জানান। তিনি বলেন, জামাল খাশোগির হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের এই লেনদেন বন্ধ করা উচিত। খাদিজা ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে লেখা এক চিঠিতে বলেছেন– ইংলিশ ফুটবলে এমন কাউকে স্থান দেয়া উচিত হবে না যার হাত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কনস্যুলেটের ভেতর নির্মমভাবে খুন করা হয় প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে। একসময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও পরে তিনি রাজতন্ত্রের কঠোর সমালোচকে পরিণত হয়েছিলেন। এ কারণেই তাকে প্রাণ দিতে হয় বলে দাবি তার পরিবারের।

জাতিসংঘের প্রতিবেদনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর তদন্ত প্রতিবেদনে ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম উঠে এলেও তিনি তা অস্বীকার করেন। ক্ষমতার দাপটে শেষ পর্যন্ত এ অভিযোগ থেকে রেহাই পেয়েছেন সালমান।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচারিত হয় যে, ইংলিশ ফুটবল টিম নিউক্যাসল ইউনাইটেডের ৮০ শতাংশ মালিকানা বিক্রি হচ্ছে। এটি কিনতে যাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণে থাকা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এর পরই সৌদি যুবরাজকে ক্লাব না দেয়ার আহ্বান জানালেন জামাল খাশোগির বাগদত্তা।

সূত্র: যুগান্তর

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article