বন্ধুত্বের অমর বন্ধন এই শ্লোগানকে সামনে রেখে এসএসসি ৯০ ভিত্তিক দেশের অন্যতম সংগঠন *হৃদয়ে ৯০* এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং চ্যারিটি অনুষ্ঠান নিয়ে এডমিন প্যানেল ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্টিত হয়।
আগামী ২৯ শে সেপ্টেম্বর -২০২৩ হৃদয়ে ৯০ চতুর্থ বছরে পদার্পণ করতে যাচ্ছে।। বর্ষপূর্তিকে কেন্দ্র করে হৃদয়ে ৯০ পরিবার আগামী ৬ অক্টোবর – ২০২৩ ইংরেজি রোজ শুক্রবার ভিন্ন আঙ্গিকে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং চ্যারিটি প্রোগ্রাম করতে যাচ্ছে।
১লা সেপ্টম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এডমিন প্যানেল ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির যৌথ সভায়, আগামী ৬ অক্টোবর -২৩ রোজ শুক্রবার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং চ্যারিটি প্রোগ্রাম এর সকল বিষয় সফল আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়।
এ জন্য কয়েক দিনের মধ্যে রেজিষ্ট্রেশন শুরু হবে । চাটগাঁইয়া মেজবানি এবং ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের জন্য একেবারেই ভিন্ন ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, চাঁদগাঁও আর. বি. কনভেনশন হলে এ অনুষ্টান অনুষ্ঠিত হবে।
হৃদয়ে ৯০ প্রতিষ্ঠাতা- এডমিন গোফরান কাজী এর সভাপতিত্বে এবং জিএস শাহাবুদ্দিন সজীব আলমগীর হায়দার চৌধুরী লিটন এর পরিচালনায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সকল বন্ধুরা।